বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

ক্যাসিনো-কাণ্ড নিয়ে যা বললেন খালেদ মাহমুদ সুজন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০২ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে বাংলাদেশ দল এখন শ্রীলংকায়। তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে লঙ্কানরা। বাংলাদেশ দল এখন লঙ্কাওয়াশের শঙ্কায়।

এমন সময় খবর ছড়িয়ে পড়ে, কলম্বোর একটি জুয়ার আসরে (ক্যাসিনোতে) গিয়েছিলেন কোচ খালেদ মাহমুদ সুজন। ক্যাসিনোতে সুজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, সুজন নিজের এটিএম কার্ড দিচ্ছেন ক্যাসিনোর এক নারী ওয়েটারকে। সেখানে সুজনের সঙ্গে দেখা গেছে আরো বেশকিছু মানুষকে।

ক্যাসিনোতে যাওয়ার কথা স্বীকার করে সুজন বলেছেন, জুয়া খেলতে নয়, সেখানে তিনি খাওয়ার জন্য গিয়েছিলেন বলে জোর দাবি করেছেন।  

এক সাক্ষাৎকারে তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনার ব্যক্তিগত একটি বিষয় নিয়ে প্রশ্ন করতে চাই।

খালেদ মাহমুদ তখন পাল্টা জানতে চান, ওই ক্যাসিনোর ভিডিও নিয়ে তো?

তিনি বলেন, আমার এক বন্ধুকে নিয়ে সেখানে গিয়েছিলাম। ক্ষুধা পেয়েছিল বলে সেখানে যাই খাওয়ার জন্য। ক্যাসিনোতে শুধু কার্ড খেলা হয় না, খাবারও পাওয়া যায়। সে কারণেই ওখানে যাই। 

কিন্তু ওখানকার ভিডিও কেউ মোবাইলে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এরপরই ব্যাপক সমালোচনা শুরু হয়। 

খালেদ মাহমুদ বলেন, আমি জানি, আমি কেন সেখানে গিয়েছিলাম। কার্ড খেলার তো প্রশ্নই ওঠে না। বাংলাদেশ জাতীয় দলের সিরিজ চলছে; কোচ হিসেবে আমার সমস্ত মনোযোগ সেখানে। ক্যাসিনোতে এক বাঙালি ছিলেন। তিনি আমার কাছে কার্ড চাইলে তাকে কার্ডও দিই। ব্যস, এইটুকুই। এখন এ নিয়ে যদি ফেসবুকের মতো জায়গা আলোচনা-সমালোচনা হয়, তাতে আমার কী করার আছে?

ভিডিওটি দেখতে ক্লিক করুন