শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

কোহলির ড্যান্স মুভ!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০০ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

বিশ্বকাপের পাঠ চুকানোর পর ভারত দল বেশ মনমরা হয়েই ছিল। দলের মধ্যকার আন্তঃকোন্দল ও কোচ নিয়ে জটিলতা পুরো দলটাকে একেবারে নিষ্প্রভ করে দিয়েছিল। এ অবস্থা তো বেশিদিন চলতে দেয়া যায় না। দলকে ফুরফুরে মেজাজে ফিরে আনার কাজটা অধিনায়ক বিরাট কোহলিই শুরু করলেন। দারুণ ড্যান্স মুভ নিয়ে ক্যামেরাবন্দি হলেন ভারতীয় এই দলপতি।

ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা পুমার একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেন কোহলি। পরবর্তী সময়ে নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে ওই বিজ্ঞাপন চিত্রে অংশ নেয়ার একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে পুমার জার্সি পরে নাচছেন কোহলি। বেশ কিছু ড্যান্স মুভ দেখা যায় ভারতীয় এই অধিনায়কের কাছ থেকে।

পোস্ট করার পরপরই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সকলেই প্রশংসা করছেন কোহলির ড্যান্স মুভের। এই তালিকায় রয়েছেন এবি ডি ভিলিয়ার্স-হরভজন সিংরাও। পুমার বিজ্ঞাপন চিত্রে কাজ করার পর কোহলিকে দেখা গিয়েছিল প্রো কাবাডি লিগের উদ্বোধনী ম্যাচেও।