বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

ইউএস চ্যাম্পিয়নশিপে বিশ্ব রেকর্ড গড়লেন মুসলিম তরুণী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫০ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

ইউএসএ চ্যাম্পিয়নশিপে নারীদের ৪০০ মিটার বাঁধাবিঘ্ন দৌড়ে (হার্ডলেস) নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন মুসলিম মার্কিন তরুণী দালিলা মুহাম্মদ। ১৬ বছর আগের করা ওই রেকর্ড ভাঙেন তিনি।

রোববার দিবাগত রাতে লোয়া’র মইনেস-এ ড্রেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ট্র্যাক এবং ফিল্ড আউটডোর চ্যাম্পিয়নশিপে এ রেকর্ড গড়েন তিনি।

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশনের (আইএএএফ) বরাত দিয়ে তুর্কী বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, স্থানীয় সময় রোববার দিবাগত রাতে মাত্র ৫২.২০ সেকেন্ডে ৪০০ মিটারের ওই দৌড় শেষ করে ১৬ বছরের রেকর্ডটি ভেঙে দিয়েছেন ২৯ বছর বয়সী অলিম্পিক চ্যাম্পিয়ন এ তরুণী।

পূর্ববর্তী রেকর্ডটি ২০০৩ সালের আগস্টে গড়েছিলেন রুশ তরুণী ইউলিয়া পেচোনকিনা। তখন দৌড় সম্পন্ন করতে ৫২.৩৪ সেকেন্ড সময় নিয়েছিলেন রাশিয়ান সুন্দরী।