সমতায় ‘এ’দলের সিরিজ সমাপ্ত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৮ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

বৃষ্টির কল্যাণে আফগানদের কাছে হারতে বসা ওয়ানডে সিরিজটি শেষতক ড্র করে সমতা নিয়ে শেষ করতে পেরেছে ‘এ’ দল।
সোমবার সাভারের বিকেএসপি মাঠে মোহাম্মদ নাঈম শেখের সেঞ্চুরিতে ভর করে আফগানিস্তান ‘এ’ দলকে ৬২ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। যার ফলে পাঁচ ম্যাচের অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজ শেষ হয় ২-২ সমতায়।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে শুরুতেই এগিয়ে গিয়েছিল আফগানিস্তান। তবে তৃতীয় ওয়ানডেতে আফগানদের গুড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। বৃষ্টির কল্যাণে চতুর্থ ম্যাচে হার তেকে বাঁচে ইমরুল কায়েসের দল। তবে পঞ্চম ম্যাচে আবারও সহজ জয় তুলে নিয়েছেন নাঈম-আফিফরা।
ম্যাচে আগে ব্যাট করে নাইম শেখের সেঞ্চুরি ও আফিফ হোসেন ধ্রুবর ফিফটিতে ২৬২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ ‘এ’ দল। জবাবে আতিকুর রহমান মিশু, শফিকুল ইসলামদের বোলিংয়ে ৪৫.১ ওভারে ২০০ রানে অলআউট হয়েছে আফগানরা।
২৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। দ্বিতীয় উইকেটে হয় ৫৬ রানের জুটি। কিন্তু দলীয় ৭৪ রানের মাথায় শহীদ কামাল ও রহমতউল্লাহ গুরবাজের জুটি ভাঙার পর আর ম্যাচে ফিরতে পারেনি আফগানরা।
মাত্র ১২ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ৮৬ রানে ৬ উইকেটের দলে পরিণত হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন গুরবাজ, নাসির জামালের ব্যাট থেকে আসে ৪৭ রান। শেষদিকে শরাফুদ্দিন আশরাফ ৩৫ ও মিরওয়াইজ আশরাফ ২৩ রান করলে শুধু পরাজয়ের ব্যবধানটাই কমে।
বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে বল হাতে ৩ উইকেট নেন আতিকুর রহমান মিশু। এছাড়া শফিকুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লবে নেন ২টি করে উইকেট। আবু জায়েদ রাহী ও মেহেদি হাসানের শিকার ১ উইকেট।