বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

রিয়াদকে বাদ দিতে চেয়েছিলেন সাকিব!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩২ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

বিশ্বকাপে প্রত্যাশা পূরণের পরিবর্তে একরাশ হতাশা নিয়ে ফিরেছিল বাংলাদেশ দল। ইতিহাসের সেরা দল নিয়েও এমন বাজে পারফরম্যান্সে অবাক ছিলেন ক্রিকেটভক্তরা। এবার নতুন খবর, বিশ্বকাপ চলাকালীন দলে ছিল একতার অভাব। এমনকি মাহমুদউল্লাহ রিয়াদকে দল থেকে বাদ দিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। 

বাংলাদেশ দলে মাহমুদউল্লাহ রিয়াদকে সাইলেন্ট কিলার হিসেবে ডাকা হয়। খাদের কিনারা থেকে দুর্দান্ত ব্যাটিং করে অনেক ম্যাচেই জয় এনে দিয়েছেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। বর্তমানে সেই মাহমুদউল্লাহকে খুঁজে পাচ্ছে না বাংলাদেশ দল। নিজেকে হারিয়ে খুজছেন রিয়াদও।

সিনিয়র ক্রিকেটার হিসেবে সর্বশেষ বিশ্বকাপে ব্যর্থ ছিলেন তিনি। বিশ্বকাপে এমন পারফরমেন্সের কারণে ইংল্যান্ড ম্যাচ শেষে রিয়াদকে বাদ দেয়ার পরামর্শ দিয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ড্রেসিংরুমের বিশ্বস্ত এক সূত্র থেকে জানা গেছে এমন কথা।

 

বিশ্বকাপে বাংলাদেশকে ইংল্যান্ড ৩৮৭ পাহাড়সম রানের লক্ষ্য দিয়েছিলো। শেষ ২০ ওভারে প্রয়োজন ছিলো ২১৭ রান। সে সময় ব্যাটিংয়ে ছিলেন দলের নির্ভরযোগ্য ব্যটসম্যান মাহমুদউল্লাহ। কিন্তু দলের প্রয়োজনে মেরে খেলার বদলে উল্টো ৪১ বলে ২৮ রান করে আউট হন তিনি। দলের গুরুত্বপূর্ণ সময়ে মাহমুদউল্লাহর এমন ব্যাটিংয়ে ক্ষিপ্ত হয়েছিলেন সাকিব। তাই টিম মিটিংয়ে মাহমুদউল্লাহকে বাদ দেয়ার কথা বলেন দলের সহঅধিনায়ক। 

এ নিয়ে পরবর্তীতে দলের ভেতর মনোমালিন্যেরও সৃষ্টি হয় বলে জানা যায়। টাইগারদের বিশ্বকাপ ব্যর্থতার পেছনে তাই এখন দলীয় অনৈক্যের কারণকেও দায়ী করছেন অনেকেই।