শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

এক জোড়া পুরনো জুতা সাড়ে তিন কোটি টাকায় বিক্রি!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৯ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

৪৭ বছরের পুরনো একটি স্পোর্টস সু নিলামে তুলেছিল স্পোর্টসওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ‘নাইকি’, যার দাম ছাপিয়ে গেছে আগের সব রেকর্ডকে।

বলা হচ্ছে এখনও পর্যন্ত নিলাম হওয়া পুরনো স্পোর্টস সু-এর মধ্যে সবচেয়ে দামী এটি। নিউ ইয়র্কের সদবি অকশন হাউসে নিলাম হয় নাইকির বানানো বিশেষ এই জুতার।

নিলামকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, চার লাখ ৩৭ হাজার ৫০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে তিন কোটি টাকারও বেশি) নাইকির এই জুতাটি কিনে নিয়েছেন কানাডার ধনকুবের ব্যবসায়ী মাইলস নাদাল।  

নিলামে মাইলস মোট ১০০ জোড়া দুর্লভ জুতো কিনেছেন। সেগুলোর মধ্যে নাইকির এই জুতাই সবচেয়ে দামি।

১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক্সে ট্রায়ালের জন্য এই জুতার ডিজাইন করেছিলেন নাইকির কো-ফাউন্ডার ও ট্র্যাক অ্যান্ড ফিল্ড কোচ বিল বাওয়ারম্যান।

 

সে সময় স্পোর্টস সু-র নাম রাখা হয়েছিল ‘মুন সু’। মোট ১২ জোড়া ‘মুন সু’ বানানো হয়েছিল অলিম্পিক্স ট্রায়ালের জন্য।