এসএমসি এন্টারপ্রাইজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের দুটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
রোববার রাজধানীর একটি হোটেলে এসএমসির ড্রিংকিং ওয়াটার ও স্মাইল বেবি ডায়াপারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন সাকিব।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিব বলেন, ‘ছোটবেলা থেকেই এসএমসির নাম শুনে আসছি। এর সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। এসএমসির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে ভালো লাগছে। আশা করি এই পথ চলাটা সুন্দর হবে।’
এ সময় উপস্থিত ছিলেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের মার্কেটিং বিভাগের জি.এম খন্দকার শামীম রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।