বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

কাতারে শুরু হবে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

ক্রিকেট ধীরে ধীরে স্বল্প সংস্করণের দিকে ঝুঁকছে। এরই ধারাবাহিকতায় পুরো ক্রিকেট বিশ্বে এখন সবচেয়ে আকর্ষণীয় ফরম্যাট টি-টোয়েন্টি। তবে ২০ ওভারের খেলায়ও নতুনত্ব আসছে। 

বেশি দিন হয়তো নিজের জনপ্রিয়তা আর ধরে রাখতে পারবে না টি-টোয়েন্টি ক্রিকেটও। কেননা ১০ ওভারের টুর্নামেন্ট আয়োজনে আগ্রহ বাড়ছে দেশগুলোর। ২০২২ বিশ্বকাপ ফুটবলের আয়োজক কাতারও এবার টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার উদ্যোগ হাতে নিয়েছে।

জানা গেছে, চার থেকে ছয়টি দল নিয়ে চলতি বছরের শেষ দিকে কাতারে আয়োজিত হবে কাতার প্রিমিয়ার টি-টেন লিগ (কিউপিএল)। কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন ঘোষণা দিয়েছে, ছোট পরিসরে তারা এই টুর্নামেন্ট আয়োজন করতে চায়। 

 

এদিকে টুর্নামেন্টকে জনপ্রিয় করে তুলতে এরইমধ্যে টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে বেছে নিয়েছে তারা।

সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট শুরুর কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না করা হলেও কাতার ক্রিকেট বোর্ডের সভাপতি ইউসুফ জেহাম আল-কুয়ারাই জানিয়েছেন, নভেম্বর অথবা ডিসেম্বরের যেকোনো এক মাসে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।