বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

ফের ক্লাবের মালিক হলেন জেরার্ড পিকে!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে এন্ডোরা এফসির পর এবার জিমন্যাসটিক ডি মানরেসা নামক আরো একটি ক্লাবের স্বত্বাধিকার নিজের নামে করে নিয়েছেন। সম্প্রতি জিমন্যাসটিক ক্লাবের শেয়ার মালিকদের এক মিটিংয়ে পিকের কাছে তাদের ক্লাবের মালিকানা বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়।

৮০% শেয়ার মালিকদের উপস্থিতিতে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে পিকের কাছে ক্লাবের মালিকানা পরিবর্তনের। প্রথমে এটি পিকের ক্লাব এফসি এন্ডোরার সহযোগি হিসেবে দায়িত্ব পালন করবে।

২০১৯ সালের জানুয়ারিতে এফসি অ্যান্ডোরার অধিকাংশ শেয়ারের মালিকানা কিনে নেয় পিকের কোম্পানি কসমস। 

 

বার্সেলোনার সেন্ট্রাল ব্যাক পিকে ক্লাবটির মালিকানা পাওয়ার পর বেশ কিছু পরিবর্তন আনেন। অ্যান্ডোরা এফসি বর্তমানে ফার্স্ট কাতালান আঞ্চলিক লিগের গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের ১০ম স্থানে রয়েছে।