বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

ডিএফএ নির্বাচনে পূর্ণপ্যানেলে জয়ী মিঠু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

যশোর জেলা ফুটবল এসোসিয়েশন নির্বাচনে আসাদুজ্জামান মিঠু পূর্ণ প্যানেলে জয় লাভ করে সভাপতি নির্বাচিত হয়েছেন।

রোববার যশোর প্রেস ক্লাবের কনফারেন্স রুমে নির্বাচন অনুষ্ঠিত হয়। আসাদুজ্জামান মিঠু ২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী শামসুল বারী শিমুল ১ ভোট পেয়েছেন। মফিজুর রহমান ডাবলু ২২ ভোট পেয়ে কোষাধাক্ষ্য নির্বাচিত হয়েছেন।

এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান, মঈনুর জহুর মুকুল। বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সদস্য নির্বাচিত হয়েছেন, সৈয়দ তৌফিক জাহান, আলমগীর সিদ্দিকী, মেহেদী হাসান, সাব্বির আহমেদ পলাশ, আব্দুর রশিদ মোল্লা, মো: ওহেদুজ্জামান, রওশান আরা রাশু, রফিউজ্জামান, ও আশরাফুল ইসলাম।

 

আসাদুজ্জামান মিঠু ডেইলি বাংলাদেশকে বলেন, ‘আমি ফুটবল সংশ্লিষ্ট সকলকে নিয়ে এক সাথে কাজ করতে চাই। বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে যশোর জেলা থেকে নতুন ফুটবলার উপহার দিতে চাই। যশোর জেলা ফুটবলকে সমৃদ্ধ করতে সব রকম চেষ্টা আমি ও আমার প্যানেলের সকলে করে যাবো।’

আসাদুজ্জামান মিঠুন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ যশোর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

সর্বমোট ৩০ ভোটারের মধ্যে ২৩ জনের ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শফিউর রহমান মোহন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।