সিরিজ জিতলো বাংলাদেশের মেয়েরা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশের মেয়েরা।
প্রথম ম্যাচে হেরেছিল সফরকারী বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার এমার্জিং নারী দলকে হারিয়ে সিরিজ সমতায় ফেরে টাইগ্রেসরা।
সিরিজের শেষ ম্যাচে নিগার সুলতানার দলটি প্রোটিয়াদের উড়িয়ে দিয়েছে। ৩২ বল আর ৯ উইকেট হাতে রেখে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় তারা।
শুরুতে ব্যাটি করতে নেমে প্রোটিয়া মেয়েরা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৭৬ রান। জবাব দিতে নেমে ৪৪.৪ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় টাইগ্রেসরা।
শুরুতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার চেট্টি করেন ইনিংস সর্বোচ্চ ৬৩ রান। ওপেনার সিয়ার্লি ৩৫, ব্রিটজ ২৩ এবং দলপতি ডি নিকার্ক করেন ১৭ রান।
বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ১০ ওভারে ৩২ রান দিয়ে পান তিন উইকেট। ১০ ওভারে ২৭ রানে একটি উইকেট নেন নাহিদা আখতার। ১০ ওভারে ৩৪ রান খরচায় দুটি উইকেট পান খাদিজা তুল কুবরা। ৭ ওভারে ২৪ রানের বিনিময়ে একটি উইকেট তুলে নেন শায়লা শারমিন।
১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনার মুর্শিদা খাতুন এবং শারমিন আখতার তুলে নেন ৭৫ রান। রানআউট হয়ে ফেরার আগে দারুণ শুরু করা মুর্শিদা ৪৯ বলে ছয়টি বাউন্ডারিতে করেন ৩১ রান।
আরেক ওপেনার শারমিন আখতার ১৩৭ বলে ১০টি চারের সাহায্যে করেন অপরাজিত ৮৩ রান। দলপতি নিগার সুলতানা ৮৪ বলে সাতটি বাউন্ডারিতে করেন অপরাজিত থাকেন ৪৮ রানে।
ম্যাচ সেরা হন শারমিন আখতার।