‘এমন বোলিংয়ে ৩০০ রানও যথেষ্ট নয়’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২৮ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

বিশ্বকাপে বাংলাদেশের বোলিং খুব একটা ভালো হয়নি। সেই ধারাবাহিকতায় শ্রীলংকায়ও রয়েছে। তবে এবার নতুন করে যোগ হয়েছে ছন্নছাড়া ব্যাটিং। এই দুই মিলিয়ে এরইমধ্যে সিরিজও হাতছাড়া হয়ে গেছে।
এদিকে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, এই তিন বিভাগেই অত্যন্ত বাজে প্রদর্শনীর কারণে দ্বিতীয় ওয়ানডেতেও হেরেছে টাইগাররা। আর এমন লজ্জাজনক হারের জন্য দলের সবার প্রচেষ্টার অভাবকে দুষছেন তামিম ইকবাল।
সিরিজে প্রথম ম্যাচে ৯১ রানে আর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হারে বাংলাদেশ। স্বাগতিকদের কাছে যেনো পাত্তাই পাচ্ছে না টাইগাররা। প্রথম ম্যাচে তবু টস আর মালিঙ্গার একটা ভূমিকা ছিল। তবে এই ম্যাচে পুরো স্পিনবান্ধব পিচে টস জিতেছিলেন তামিম। স্বাভাবিকভাবে তিনি ব্যাটিং নিলেন। কিন্তু আগের মতোই হলো ফল। ম্যাচ শেষে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিমের কণ্ঠে তাই রাজ্যের হতাশা।
তামিম বলেন, আমরা গুরুত্বপূর্ণ টস জিতেছিলাম। আমরা জানতাম উইকেটে স্পিন ধরবে। আমাদের একটা ভালো শুরু দরকার ছিল। কিন্তু ৫০ রানে ৪ উইকেট হারানো কোনো কাজে লাগা সম্ভব নয়।
তবে শুধু বাজে ব্যাটিং নয়। বোলিং নিয়েই বেশি চিন্তিত টাইগার দলপতি।তামিম বলেন, আমরা যেভাবে বোলিং করেছি তাতে ৩০০ রানও যথেষ্ট হতো না।
এই সফরে দলের চার গুরুত্বপূর্ণ সদস্য মাশরাফি, সাকিব, সাইফউদ্দিন ও লিটন নেই। তাদের অভাব বাকিরা কিছুতেই পূরণ করতে পারছেন না। তামিমও একদম শেষ মুহূর্তে অধিনায়কত্ব পেয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশের টিম যে বেশ নড়বড়ে তা তো বলাই যায়।
লংকানদের বিপক্ষে হারায় এ নিয়ে টানা ৪ ম্যাচে হারের মুখ দেখলো বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ৩১ জুলাই শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা।