বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় ৫৫ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হয়।

রোববার সিলেট সেনানিবাসে আড়ম্বরপূর্ণ আয়োজনে জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। 

প্রতিযোগিতায় মোট ১৩টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে চূড়ান্ত পর্বে ৫৫ পদাতিক ডিভিশন অঞ্চল চ্যাম্পিয়ন এবং ৬৬ পদাতিক ডিভিশন অঞ্চল রানারর্সআপ হবার গৌরব অর্জন করে। 

 

 

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন ৩৩ পদাতিক ডিভিশনের ইউপি ল্যান্স কর্পোরাল সেলিম হোসেন। খেলায় শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন ৫৫ পদাতিক ডিভিশনের সৈনিক মোঃ আরিফুল ইসলাম । 

এ সময় সব দলের খেলোয়াড় ছাড়াও সিলেট সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।