বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

পাক টেষ্ট নেতৃত্বে আসছে পরিবর্তন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন সরফরাজ আহমেদ। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তে সিদ্ধান্ত হয়ে গেছে, কেবল অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আগে সরফরাজের বদলে নতুন অধিনায়ক নিয়োগ হচ্ছে পাকিস্তান দলে। এমন খবর শোনা যায়  ক্রিকেট দুনিয়ায়।

শোনা যাচ্ছে, বিষয়টি আগামী শুক্রবার লাহোরে হতে যাওয়া বোর্ডের বৈঠকে তুলবে পিসিবির ক্রিকেট কমিটি। জোর গুঞ্জন উড়ে বেড়াচ্ছে গণমাধ্যমের আকাশে। পিসিবি শান মাসুদের কাঁধেই তুলে দিতে পারে টেস্ট অধিনায়কের গুরু দায়িত্ব।

তবে জানা গেছে, শান মাসুদকে অধিনায়ক হিসেবে নিয়োগ দিতে একমত নন বোর্ডের অনেকে। কিন্তু পিসিবির থিঙ্ক ট্যাঙ্ক নীতিগত ভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে সরফরাজ আহমেদ জানান, পাকিস্তানের অধিনায়ক হিসেবে থেকে যেতে চান তিনি। এবং নেতৃত্ব বদলের চূড়ান্ত সিদ্ধান্তটা ছেড়ে দেন পিসিবির হাতে। তার এ ঘোষণার দিন কয়েক পরই এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সরফরাজের নেতৃত্বে পাকিস্তান ১৩ টেস্ট খেলেছে। এর মধ্যে জয় মাত্র চার ম্যাচে। বিপরীতে আট ম্যাচই হেরে গেছে তারা।