দিনশেষে ভালো অবস্থানে বিসিবি একাদশ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

ড.কে. থিম্মাপিয়াহ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে সেমিফাইনালের প্রথম দিনটা ভালোই কেটেছে বিসিবি একাদশের। দুই ওপেনার সাইফ হাসান ও জহুরুল ইসলাম দলকে ভালো শুরু এনে দেয়ার পর মিডল অর্ডারে দলকে এগিয়ে নিয়েছেন ইয়াসির আলী চৌধুরী। এই তিনজনের পঞ্চাশোর্ধ ইনিংসে ভর করে বড় সংগ্রহের আশা জাগিয়েছে বিসিবি একাদশ।
ভারতের বেঙ্গালুরুর প্লাটিনাম ওভালে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। প্রথম দিনের খেলা শেষে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘের বিপক্ষে বিসিবি একাদশের সংগ্রহ ৩ উইকেটে ২৫৪ রান। ৫০ রানে অপরাজিত আছেন ইয়াসির আলী।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দুইবার ভাবেননি বিসিবি একাদশের অধিনায়ক মুমিনুল হক। শুরুতে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তরুণ সাইফ ও অভিজ্ঞ জহুরুল। সাবধানী ব্যাটিংয়ে এগোনো শুরুর জুটি ভাঙে ৫১তম ওভারের প্রথম বলে। ৬০ রান করে ফিরেন জহুরুল, ভাঙে ১৫৪ রানের জুটি। এর কিছু পরে চোট পেয়ে ক্রিজ ছাড়েন সাইফ। সে সময় ৯২ রানে অপরাজিত ছিলেন তিনি।
মুমিনুল হকের সঙ্গে ইয়াসিরের চমৎকার জুটিতে আর কোনো উইকেটের পতন ছাড়াই দিন কাটিয়ে দেওয়ার সম্ভাবনা জাগিয়েছিল বিসিবি একাদশ। কিন্তু ৪৯ রান করে অধিনায়ক মুমিনুল ফিরলে ভাঙে ৮৬ রানের জুটি। নাইটওয়াচম্যান হিসেবে এলেও দ্রুতই ফিরেন সানজামুল ইসলাম।
শেষ বেলায় দুটি উইকেট হারালেও ম্যাচে চালকের আসনে রয়েছে বিসিবি একাদশ।
সংক্ষিপ্ত স্কোর:
বিসিবি একাদশ: ৮৫.১ ওভারে ২৫৪/৩
সাইফ ৯২ (রিটায়ার্ড হার্ট), জহুরুল ৬০, ইয়াসির ৫০*
বীরপ্রতাপ ১৫-৪-৪৫-১, পুনিত ১৩-৪-২৪-১, বিনয় ৮-০-৪৩-০১