সিংহের দুর্গে বাঘের প্রথম হানা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

বাংলাদেশের দেওয়া মামুলি টার্গেট অতিক্রমের লক্ষ্যে খেলতে নেমে প্রথম উইকেট হারালো শ্রীলংকা। টাইগারদের হয়ে প্রথম ব্রেকথ্রু এনে দিলেন মেহেদী মিরাজ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৩ রান।
লংকানদের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন আভিস্কা ফার্নান্ডো ও দিমুথ করুনারত্নে। শুরু থেকেই দেখে খেলতে থাকেন দুজন। ঝড়ো শুরু না হলেও রানের চাকা সচল রেখে খেলতে থাকেন তারা। কোন উইকেট না হারিয়েই দলীয় অর্ধশতক পুরণ করে লংকা।
১২তম ওভারে মিরাজের বলে বোল্ড হয়ে প্রথম উইকেট পতন হলো লংকানদের। ১৫ রান করে ফিরেছেন দিমুথ করুনারত্নে। অপরপ্রান্তে অর্ধশতক তুলে নিয়েছেন আভিস্কা ফার্নান্ডো।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। শুরু থেকেই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। ১১৭ রানেই ৬ উইকেট হারানো টাইগারদের ত্রাতা হয়ে আসেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ও মিরাজ। দুজনের ৮৪ রানের জুটিতে দুইশ রানের কোটা পার হয় বাংলাদেশ।
মুশফিকের অপরাজিত ৯৮ রানের কল্যাণে শেষ পর্যন্ত ২৩৮ রানে থামে টাইগাররা। ম্যাচ জিততে ২৩৯ রান প্রয়োজন স্বাগতিক শ্রীলংকার।