মুশফিকের অর্ধশতকে দেড়শো পার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ১-০ এ পিছিয়ে পড়া টাইগাররা সমতায় ফিরতে মরিয়া। কিন্তু শুরুতে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে বিপদে টাইগাররা। মুশফিক ও সাব্বিরের ব্যাটে আগেই ১০০ রান পাড় করে বাংলাদেশ। তারপর মুশফিক মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে পার করেন দলীয় দেড়শো রান।
একের পর এক উইকেট হারিয়ে মহা বিপর্যয়ে যখন টিম বাংলাদেশ। ঠিক তখনই দুশো রান পেরুতে পারবে কি না এমন শঙ্কার মধ্যে প্রাপ্তি কেবল মুশফিকের অর্ধশতক। একপ্রান্ত আগলে রেখে একাই লড়ে যাচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল। ৭১ বলে ৫০ রান করে তুলে নিয়েছেন নিজের ফিফটি। দলের একমাত্র ভরসা হয়ে খেলে যাচ্ছেন মুশি।
এর আগে আন্তর্জাতিক ওয়ানডেতে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে এ রেকর্ডে নাম লেখালেন মিস্টার ডিপেন্ডেবল হিসেবে খ্যাত মুশফিক।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান।
রোববার দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলতে নামে টাইগাররা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করতে অধিনায়ক তামিমের সঙ্গে নামেন সৌম্য সরকার। শুরু থেকে দেখে খেলতে থাকেন দুই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারে বিপদে পড়তে পারতেন তামিম। বোলার লেগ বিফোরের আবেদন করলেও ইনসাইড এজের কারনে বেঁচে যান তিনি।
তবে আরও একবার দলকে হতাশ করলেন সৌম্য সরকার। নুয়ান প্রদীপের ভেতরে ঢোকা লোয়ার ফুলটসে লেগ বিফোর হয়ে আউট হলেন বাঁহাতি এ ওপেনিং ব্যাটসম্যান। প্যাভিলিয়নে ফেরার আগে করেন ১১ রান। সৌম্যের বিদায়ে বেশিক্ষণ টিকতে পারেননি তামিমও। উদানার বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হওয়ার আগে তামিম ৩১ রান করেন।
এরপর মুশফিকের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করলেও ব্যর্থ হন মোহাম্মদ মিথুন। আকিলা ধনঞ্জয়ের বলে কুশল মেন্ডিসের হাতে সহজ ক্যাচ তুলে দেন তিনি। এর আগে ১২ রান করেন তিনি। রিয়াদ ও সাব্বিরও পারেননি দলকে এগিয়ে নিতে। ৬ রানে আকিলার বলে বোল্ড হন রিয়াদ। আগের ম্যাচে পঞ্চাশোর্ধ ইনিংস খেলা সাব্বির ১১ রান করতেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন। তারপর ২৭ বলে ১৩ রান করে ফিরেন সৈকত।