শতক পেরোতে গেল পাঁচ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১২ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ১-০ এ পিছিয়ে পড়া টাইগাররা সমতায় ফিরতে মরিয়া। কিন্তু শুরুতে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে বিপদে টাইগাররা। মুশফিক ও সাব্বিরের ব্যাটে ১০০ রান পাড় করলো বাংলাদেশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০২ রান।
রোববার দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলতে নামে টাইগাররা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করতে অধিনায়ক তামিমের সঙ্গে নামেন সৌম্য সরকার। শুরু থেকে দেখে খেলতে থাকেন দুই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারে বিপদে পড়তে পারতেন তামিম। বোলার লেগ বিফোরের আবেদন করলেও ইনসাইড এজের কারনে বেঁচে যান তিনি।
তবে আরও একবার দলকে হতাশ করলেন সৌম্য সরকার। নুয়ান প্রদীপের ভেতরে ঢোকা লোয়ার ফুলটসে লেগ বিফোর হয়ে আউট হলেন বাঁহাতি এ ওপেনিং ব্যাটসম্যান। প্যাভিলিয়নে ফেরার আগে করেন ১১ রান। সৌম্যের বিদায়ে বেশিক্ষণ টিকতে পারেননি তামিমও। উদানার বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হওয়ার আগে তামিম ৩১ রান করেন।
এরপর মুশফিকের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করলেও ব্যর্থ হন মোহাম্মদ মিথুন। আকিলা ধনঞ্জয়ের বলে কুশল মেন্ডিসের হাতে সহজ ক্যাচ তুলে দেন তিনি। এর আগে ১২ রান করেন তিনি। রিয়াদ ও সাব্বিরও পারেননি দলকে এগিয়ে নিতে। ৬ রানে আকিলার বলে বোল্ড হন রিয়াদ। আগের ম্যাচে পঞ্চাশোর্ধ ইনিংস খেলা সাব্বির ১১ রান করতেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন।
৮৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের দলীয় শতক আসে ২৮তম ওভারে। ক্রিজে ব্যাট করছেন মুশফিক ও সাব্বির।