বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

ছয় হাজারের ক্লাবে মুশফিক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১০ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

আন্তর্জাতিক ওয়ানডেতে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। তামিম ইকবালও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে এ রেকর্ডে নাম লেখালেন মিস্টারডিপেন্ডেবল হিসেবে খ্যাত মুশফিক।

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই মুশফিক এ অর্জনে নাম লেখান। রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলতে নামে টাইগাররা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল। 

 

 

২০০৬ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে হারারেতে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের।  শুরুর দিকে দলেশুধুমাত্র উইকেটকিপার হিসেবে খেলতেন মুশফিক। তবে পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে দলেরনির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়ে উঠেছেন তিনি।

আন্তর্জাতিক ওডিআইতে এখনো পর্যন্ত ২১৪ ম্যাচে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেনমুশফিক। সর্বোচ্চ স্কোর ১৪৪ রান। ৩৬টি অর্ধশতকের পাশাপাশি ৭টি সেঞ্চুরিও করেছেন তিনি।

এছাড়া ১০ ইনিংসে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরত গেছেন এ উইকেটকিপারব্যাটসম্যান।

ওয়ানডে ক্যারিয়ারে মিস্টার ডিপেন্ডেবলের গড় প্রায় ৩৬ এবং স্ট্রাইক রেট প্রায় ৭৯। বর্তমানে জাতীয়দলের গুরুত্বপূর্ন সদস্য হিসেবে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন বগুড়ার ছেলে মুশফিকুর রহিম।