বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

শুরুতেই সৌম্যের বিদায়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ১-০তে পিছিয়ে পড়া টাইগাররা সমতায় ফিরতে মরিয়া। শুরুতে ব্যাট করতে নেমে উইকেট হারাল বাংলাদেশ। সৌম্যকে ফেরালেন নুয়ান প্রদীপ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ২৭ রান। 

রোববার দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নেমেছে টাইগাররা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার ক্যাপ্টেন তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করতে অধিনায়ক তামিমের সঙ্গে নামেন সৌম্য সরকার। শুরু থেকে দেখে খেলতে থাকেন দুই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারে বিপদে পড়তে পারতেন তামিম। ইনসাইড এজের কারনে বেঁচে যান তিনি।

 

তবে আরও একবার দলকে হতাশ করলেন সৌম্য সরকার। নুয়ান প্রদীপের ভেতরে ঢোকা লোয়ার ফুলটসে লেগ বিফোর হয়ে আউট হলেন বাঁহাতি এ ওপেনিং ব্যাটসম্যান। প্যাভিলিয়নে ফেরার আগে ১১ রান করেন তিনি।

এ ম্যাচে টাইগার একাদশে একটি পরিবর্তন এসেছে। রুবেল হোসেনের জায়গায় দলে ঢুকেছেন বাহাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রায় তিন বছর পর জাতীয় দলের একাদশে জায়গা পেয়েছেন তিনি।