শনিবার   ২৬ জুলাই ২০২৫   শ্রাবণ ১০ ১৪৩২   ৩০ মুহররম ১৪৪৭

দুটো কলার দাম ৪৪২টাকা, অভিনেতার ট্যুইটে শোকজ পাঁচতারা হোটেল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৩ এএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

দুটো কলার দাম ৪৪২ টাকা ৫০ পয়সা (ভ্যাটসহ)। চণ্ডীগড়ের জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে থাকাকালীন বলিউড অভিনেতা রাহুল বোসকে এমনই বিল ধরিয়েছিল হোটেল কর্তৃপক্ষ।

আর সেই কথা টুইটারের মাধ্যমে সবার সামনে এনেছিলেন অভিনেতা। আর এমন খবর প্রকাশ্যে আসতেই চণ্ডীগড়ের জেডব্লিউ ম্যারিয়ট হোটেলকে শোকজ নোটিশ পাঠায় এক্সাইস অ্যান্ড ট্যাক্সেশন বিভাগ। ভ্যাট মুক্ত পণ্যের উপর কীভাবে কর নেয়া হল তা জানতে চেয়ে এমন নোটিস পাঠানো হয়েছে। 

এদিকে, কারণ ব্যাখ্যা করার জন্য শনিবার পর্যন্ত সময় দেয়া হয়েছে হোটেল কর্তৃপক্ষকে। যদিও এখন পর্যন্ত হোটেল থেকে কিছুই জানানো হয় নি।