শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

নগ্ন হতে আপত্তি নেই জারিন খানের!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪০ এএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

২০১০ সালে ‘বীর’ ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয়েছিলো জারিন খানের। প্রথম ছবিতে নায়ক হিসেবে পান বলিউডের ভাইজান সালমান খানকে।

এরপর তার অভিনীত ‘হাউসফুল-২’ ছবিটিও ব্যবসা সফল হয়। ‘হেট স্টোরি-৩’ ছবিতে জারিন ইমেজ ভেঙে হাজির হন আবেদনময়ীরূপে। এ ছবিতে ব্যাপক খোলামেলা ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন।

 

 

সর্বশেষ এ নায়িকা অভিনয় করেছেন ‘১৯২১’ শিরেনামের ভৌতিক ছবিতে। সেটাও মুক্তি পেয়েছে গত বছর। কিন্তু অবাক করার বিষয় হলো এ বছর জারিনের হাতে কোনো ছবি নেই। এখন পর্যন্ত কোনো ছবি হাতে পাননি এই বলি নায়িকা। তবে কামব্যাক করার জন্য জন্য মুখিয়ে আছেন তিনি।

জারিন বলেন, সত্যি বলতে আমার হাতে এখন কোনো কাজ নেই। তবে কাজের জন্য নিজেকে বেশ প্রস্তুত করেছি। এখন শারীরিকভাবে আমি অনেক বেশি ফিট। 

 

 

জারিন আরো বলেন, যেকোনো পোশাক পড়ে আমি কাজ করতে আগ্রহ প্রকাশ করছি। যদি চরিত্রের খাতিরে নগ্ন হতেও হয় তাতেও আমার আপত্তি নেই। তবে এমন কাজ করতে চাই যে কাজের জন্য ভক্তরা আমাকে সারাজীবন মনে রাখবে।