স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী শোডাউনে লাখো জনতার ঢল (ভিডিও)
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১৯ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা-১২ আসনে নৌকা প্রতীকের প্রচারণায় বিপুল নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে শোডাউন করেছেন।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেট, কাওরান বাজার, মগবাজার এবং মালিবাগ এলাকা বিকাল ৪টার দিকে জনসমুদ্রে পরিণত হয়ে যায়। বলা হচ্ছে, এবারের নির্বাচনে এটিই হচ্ছে সব চেয়ে বড় শোডাউন। ধনী-গরীব নির্বিশেষে প্রায় তিন লাখ মানুষের সমাগম হয় এই নির্বাচনী শোডাউনে।

মিছিলে আসাদুজ্জামানের ছবি সংবলিত পোস্টার, ব্যানার, জাতীয় পতাকা হাতে দলীয় কর্মী ও সমর্থকদের দেখা যায়। পিকআপ ভ্যানে সাউন্ড বক্স ও বড় ব্যানার চোখে পড়ে । এ ছাড়া বিভিন্ন গাড়িতে বড় বড় নৌকা বহন করতে দেখা যায়। মিছিলে মোটরসাইকেলে করে শোডাউন দেন কামালের কর্মী-সমর্থকেরা।

মিছিলে অংশ নেওয়া আসাদুজ্জামান খান কামালের এক সমর্থক বলেন, কামাল ভাই আমাদের মাশরাফি। শুধু ঢাকা-১২ আসন নয়, সমগ্র বাংলাদেশের মানুষই কামাল ভাইকে একজন ক্লিন ইমেজের মানুষ হিসেবেই জানেন। তিনি ন্যায় পরায়ণ। তার নির্বচনী শোডাউনে তার সঙ্গে দু কদমের পথ চলা, তাকে একবার নিজ চোখে দেখা, এটা আমাদের জন্য অনেক গর্বের। ঢাকা-১২’র মানুষরা তার ভালোবাসার প্রতিদান ৩০ ডিসেম্বর দেবে বলেই আমি আশাবাদী।

স্বরাষ্ট্র মন্ত্রী ছাদখোলা জিপে দাঁড়িয়ে মিছিল থেকে হাত নেড়ে ভোটারসহ সাধারণ মানুষের প্রতি শুভেচ্ছা বিনিময় করেন। শোডাউনে মহিলা আওয়ামী লীগসহ দলের নারী কর্মীর সঙ্গে সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠন অংশগ্রহণ করে। শুক্রবার থেকে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ হয়ে যাবে বিধায় বৃহস্পতিবার তারা নৌকার পক্ষে মিছিলে অংশ নেন।
ভিডিওটি দেখতে ক্লিক করুন :
https://www.youtube.com/watch?time_continue=122&v=7bg6V5UVnUc
