শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

‘আনারকলি ডিস্কো চালি’র নাচে তাক লাগালেন ৪৫-এর ‘হট’ মালাইকা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১৯ এএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

মালাইকা আরোরা। অভিনেত্রীর এখন ৪৫ বছর। এ বয়সেও তার ফিটনেস ও নাচে পারদর্শিতা অনেকেরই ঈর্ষার বিষয়। এখনো যে তিনি একইরকমভাবে মঞ্চ মাতাতে পারেন তা ফের দেখিয়ে দিলেন মালাইকা।

সম্প্রতি ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’ নামে একটি নাচের রিয়ালিটি শো-তে কারিনার পরিবর্তে অতিথি বিচারক হয়ে এসেছিলেন মালাইকা। সেখানেই তার জনপ্রিয় গান ‘আনারকলি ডিস্কো চালি’তে নাচলেন অভিনেত্রী। তার অসাধারণ নাচে মুগ্ধ বিচারক থেকে প্রতিযোগী সবাই। এখনো নাচের প্রত্যেকটি স্টেপ যেন তার মুখস্থ। নাচের একটি ঝলক নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন মালাইকা নিজেই। 

২০১২ সালে ‘হাউসফুল ২’ ছবির ‘আনারকলি ডিস্কো চলি’ গানটি জনপ্রিয় হয়েছিল মালাইকা অরোরা খানের দৌলতেই। এখনো ‘পার্টি সং’-এর তালিকায় শীর্ষের দিকেই থাকে গানটি। সুখবিন্দর সিং ও মমতা শর্মার গলা এবং মালাইকার লাস্যময়ী নাচ, দুয়ে মিলে সুপারহিট হয়েছিল এই গান।

 

মালাইকা আরোরার শেয়ার করা ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।