বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩১ পিএম, ২৮ জুলাই ২০১৯ রোববার

চলতি বছরের ডিসেম্বরে আবারো মাঠে গড়াবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জমকালো আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩ ডিসেম্বর। আর মূল আসর শুরু হবে ৬ ডিসেম্বর থেকে।

শনিবার (২৭ জুলাই) মিরপুরে বোর্ড মিটিং শেষে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

গত বছরের শেষের দিকে আয়োজনের কথা থাকলেও চলতি বছরের শুরুতেই বিপিএলের ষষ্ঠ আসরের আয়োজন করা হয়েছিল। মূলত জাতীয় নির্বাচনের কারণেই কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়েছিল। এবার একই বছর সপ্তম আসরের স্বাদও পেতে যাচ্ছে দেশের ক্রিকেটভক্তরা। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে গত আসরে কোনো উদ্বোধনী অনুষ্ঠান করা হয়নি। ২০১৭ আসরে বন্যার্তদের প্রতি সমবেদনা জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়। সময় স্বল্পতার কারণে বাতিল হয়েছিল চতুর্থ আসরের উদ্বোধনী অনুষ্ঠানও। কিন্তু এর আগের তথা প্রথম তিন আসরেই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছিল। এবার হারানো জৌলুস ফিরিয়ে আনতে চায় বিসিবি।