বুধবার   ১৩ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৯ ১৪৩২   ১৮ সফর ১৪৪৭

প্রতিবেশীর বারান্দায় আপত্তিকর কাণ্ড দেখে স্তম্ভিত হলেন নারী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৭ পিএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার

নারীকে দেখে বারান্দায় দাঁড়িয়ে হস্তমৈথুনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের গুরগাঁওয়ের অভিজাত এক আবাসিক এলাকায়। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই ঘটনার সময় কোনো পুলিশি সাহায্য পাননি বলেও অভিযোগ করেছেন বিব্রতকর পরিস্থিতিতে পড়া ওই নারী। 

তিনি অভিযোগ করেছেন, মঙ্গলবার রাতে নিজের বারান্দায় বিড়ালের সঙ্গে খেলছিলেন। এমন সময় কাছাকাছি এক বহুতলের বারান্দায় দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি। হঠাৎ করেই তাকে দেখে হস্তমৈথুন শুরু করে দেন অভিযুক্ত। পুরো ঘটনায় স্তম্ভিত হয়ে যান তিনি। এরপরই নিজের ঘরে ঢুকে পর্দা টেনে দেন তিনি।

ওই নারী বলেন, আমি সত্যি কী করব বুঝতে পারছিলাম না। নিজের বাড়িতেই নিরাপদ নই বলে মনে হচ্ছিল।

 

গুরুগ্রামের ইউনিওয়ার্ল্ড সিটির ওই বাসিন্দা বলেন, স্থানীয় পুলিশ স্টেশনে ফোন করে অভিযোগ জানায়। তবে স্থানীয় পুলিশ স্টেশন থেকে আমাকে ১০০ বা ১০৯১ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলা হয়। দু'টি নম্বরেই ফোন করলেও কেউ ফোন ধরেননি।