শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

হাল ধরেও মধ্যপথে টাইগারদের হোচট

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৩ এএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার

বড় লক্ষ তাড়া করতে গিয়ে শুরুতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবালের পর আউট হলেন মোহাম্মদ মিথুন, তারপর সৌম্য সরকার। তাদের অনুসরণ করেছেন রিয়াদও। মুশফিক আর সাব্বিরের ব্যাটে ঘুরে দাড়ানোর চেষ্টা করলেও সাব্বিরের বিদায়ে আবারও ব্যাকফুটে দল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান। 

দলের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন তামিম ও সৌম্য। নিজের শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নামা মালিঙ্গা প্রথম ওভারেই আঘাত হানেন টাইগার শিবিরে। দারুণ এক ইয়োর্কারে কোন রান না করেই বোল্ড হয়ে সাজঘরে ফিরেন তামিম ইকবাল। 

সৌম্য ও মিথুন মিলে একটি বড় পার্টনারশিপ গড়ার চেষ্টা করলেও তারা ব্যর্থ। প্রদীপের বলে ১০ রান করে আউট হন মিথুন। তারপরই মালিঙ্গার বলে বোল্ড হয়ে মিথুনের দেখানো পথে হাটেন সৌম্য। রান করেন ২২ বলে ১৫।

 

দলের দাবী মিটিয়ে এদিন ব্যর্থ রিয়াদও। লাহিরু কুমারার বলে ক্যাচ আউট হওয়ার আগে মাত্র ৩ রান করেন তিনি। 

বিপর্যয়ের মুখে দলের হাল ধরেন সাব্বির ও মুশফিক। দুজনের ১১১ রানের পার্টনারশিপে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ। কিন্ত এমন সময়েই উইকেট বিলিয়ে দিয়ে এলেন সাব্বির। ডি সিলভার বলে ৬০ রান করে আউট হয়ে যান এই ডানহাতি ব্যাটসম্যান।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে। কুশল পেরেরার সেঞ্চুরিতে ভর করে ৩১৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তারা।