বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

মালিঙ্গার দিনে শুরুতেই নেই তামিম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৯ এএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার

বড় লক্ষ তাড়া করতে গিয়ে শুরুতেই আউট হয়ে গেলেন অধিনায়ক তামিম ইকবাল। মালিঙ্গার এক ইয়োর্কার বলে সরাসরি বোল্ড আউট হয়ে কোন রান না করেই সাজ ঘরে ফেরেন তিনি।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি স্বাগতিক শ্রীলংকা-বাংলাদেশ। শুরুতে ব্যাট করে বড় স্কোর দাঁড় করিয়েছে লংকানরা। বড় রান তাড়ায় প্রথম ওভারেই তামিম ইকবাল এর উইকেট হারালো বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ ওভারে ১ উইকেটে ১ রান। 

দলের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন তামিম ও সৌম্য। নিজের শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নামা মালিঙ্গা প্রথম ওভারেই আঘাত হানেন টাইগার শিবিরে। দারুণ এক ইয়োর্কারে কোন রান না করেই বোল্ড হয়ে সাজঘরে ফিরেন তামিম ইকবাল। 

 

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে। কুশল পেরেরার সেঞ্চুরিতে ভর করে ৩১৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তারা। 

ম্যাচ জিততে বড় পরীক্ষা দিতে হবে টাইগার ব্যাটসম্যানদের।