বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

শেষটায় ব্যাট হাতে অপরাজিতই থাকলেন মালিঙ্গা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৬ এএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার

বর্ণিল আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে এক ক্রিকেট লিজেন্ডের। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন লাসিথ মালিঙ্গা। শেষ ম্যাচ খেলতে নেমে শুরুতে ব্যাট করে অপরাজিত হয়েই মাঠ ছাড়লেন এই পেসার। 

ইনিংসের ৪৯তম ওভারে এঞ্জেলো ম্যাথিউসের বিদায়ের পরেই ক্রিজে আসেন মালিঙ্গা। ইনিংসের বাকী থাকা ৯ বলের ভেতর ৬টি বল মোকাবেলা করেন তিনি। মাঠ ছাড়েন ৬ রানে অপরাজিত থেকে। 

২২৬ তম ম্যাচ ও ১১৯ ম্যাচে ব্যাট করে ৫৬৭ রান সংগ্রহ করেছেন মালিঙ্গা। এর ভেতর ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস ৫৬ রানের। ফিফটিও করেছেন ঐ একটিই। ওয়ানডে ক্যারিয়ার শেষে এই পেসারের ব্যাটিং গড় প্রায় ৭ ও স্ট্রাইক রেট ৭৫ এর কাছাকাছি। 

 

 

তবে দলে তার মূল কাজ বোলিং করা। নিজের শেষ ম্যাচে বল হাতে দেশকে জয় উপহার দিতে বিশেষ কিছু করার চেষ্টা করবেন ব্যতিক্রমধর্মী একশনের এই পেসার। তবে ফলাফল যাই হোক, শেষ ইনিংসে ব্যাট হাতে অপরাজিত থেকে যেনো তার অদম্য মানসিকতারই প্রমাণ দিয়ে গেলেন এই লংকান গ্রেট।