রোববার   ১০ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৫ ১৪৩২   ১৫ সফর ১৪৪৭

ডাউনলোডের আগেই `ভুয়া অ্যাপ` চিনবেন কীভাবে?

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫১ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

প্লে-স্টোর কিংবা অ্যাপ স্টোর- পছন্দের অ্যাপ খুঁজতে গিয়ে ভুয়া ডাউনলোডের অভিজ্ঞতা কমবেশি সবারই আছে। তবে সহজ কিছু বিষয় মনে রাখলেই এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।  ভুয়া অ্যাপ থেকে বাঁচার উপায় সম্পর্কে পাঁচটি পদ্ধতি পাঠকদের জন্য জন্য তুলে ধরা হলো-

১) ভুয়া অ্যাপ থেকে দূরে থাকতে প্রথমেই ডেসক্রিপশন দেখা প্রয়োজন। অর্থাৎ অ্যাপ খুঁজে বের করেই ডাউনলোড নয়। আগে অ্যাপ ডিসক্রিপশন পড়ে দেখুন। বেশি সময় লাগে না। তাই পড়ে ঠিক মনে হলে তবেই এগিয়ে যান। 

২) অ্যাপ ডেভলপার ও তাদের ওয়েবসাইটের নাম দেখে নিন। নাম দেখে সন্দেহ হলে গুগলে গিয়ে দ্বিতীয়বার চেক করুন। 

৩) ডাউনলোডের আগে অবশ্যই রিভিউ ও রেটিং দেখে নিন। তবে মনে রাখবেন, ভুয়া রিভিউও থাকে। তা সতর্ক হয়েই পড়বেন। 
 
৪) থার্ড পার্টি স্টোর্স থেকে অ্য়াপ ডাউনলোড করবেন না। অর্থাৎ মেইল বা মেসেজে লিংক পেলেন অ্যাপ ডাউনলোড করার। সঙ্গে সঙ্গে ক্লিক করবেন না। অ্যাপ পছন্দ হলে অ্যাপ/প্লে স্টোরে যান। অ্যাপটি খুঁজে বের করুন, তারপর ডাউনলোড করুন। 

৫) মোবাইলে অ্যান্টিভাইরাস নিশ্চয়ই রয়েছে? আজকের সময়ে প্রায় সবার স্মার্টফোনেই থাকে। তাই অ্যাপ ইনস্টল করার পর অ্যান্টি ভাইরাস দিয়ে স্ক্যান করিয়ে নিন।