বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২০ এএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার

ক্রিকেটের প্রাচীনতম সিরিজ অ্যাশেজ। ১৮৭৭ সাল থেকে শুরু হওয়া এই সিরিজ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুই দলের কাছেই মর্যাদার এক লড়াই। ঐতিহ্য ও আভিজাত্যে ক্রিকেটের সেরা দ্বিপাক্ষিক সিরিজও বলা হয়ে থাকে অ্যাশেজকে।

১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে টিম অস্ট্রেলিয়া। 

অ্যাশেজ সিরিজ দিয়ে টেস্ট দলে একসঙ্গে ফিরেছেন বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হওয়া তিন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। এর আগে ওয়ার্নার ও স্মিথ বিশ্বকাপ দলেও খেলেছেন। তাদের সঙ্গে আরো ডাক পেয়েছেন পিটার সিডল, মিচেল মার্শ এবং উইকেটকিপার ম্যাথু ওয়েড।

 

 

 

ছয় সপ্তাহের এই সিরিজের জন্য স্কোয়াডে রাখা হয়েছে ১৭ ক্রিকেটারকে। ‘ছাইদানি’ পাওয়ার লড়াইয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচগুলো শুরু হবে যথাক্রমে ১-১৪-২২ আগস্ট, ৪ ও ১২ সেপ্টেম্বর।

অ্যাশেজ সিরিজ দিয়ে টেস্ট অভিষেক হতে পারে তরুণ ক্রিকেটার মাইকেল নেসের। 

 

অস্ট্রেলিয়ার অ্যাশেজ স্কোয়াড
টিম পেইন (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট, উসমান খাজা, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, প্যাট কামিন্স, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, মার্কাস ল্যাবুস্যানে, নাথান লায়ন, মিচেল মার্শ, জেমস প্যাটিনসন, পিটার সিডল, মাইকেল নেসের, মিচেল স্টার্ক ও ম্যাথু ওয়েড।