দলের ত্রাতা আবারো সেই সৌম্য
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১৫ এএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার

‘বাংলাদেশের বোলিং এটাক ব্যর্থ যেখানে, সৌম্য সরকার সফল সেখানে’ কথাটি যেনো আবারও প্রমাণ করলেন সৌম্য সরকার।
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দলের মূল বোলাররা ব্যর্থ। অধিনায়কের ডাকে বোলিংয়ে এসে আবারও ত্রাতার ভূমিকায় তিনি। আস্থার প্রতিদান দিয়ে আরো একবার তুলে নিয়েছেন উইকেট।
বিশ্বকাপ পরবর্তী নিজেদের প্রথম সিরিজে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক মাশরাফীর অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। শুরুতে শফিউল উইকেট তুলে নিলেও ম্যাচে ফিরতে সময় নেয়নি লংকানরা।
করুনারত্নে ও কুশল পেরেরার জুটিতে দ্রুত এগিয়ে যেতে থাকে তারা। মাঝে করুনারত্নকে মিরাজ ফেরালেও আগ্রাসী মনোভাবেই খেলতে থাকেন পেরেরা।
ম্যাচ ধীরে ধীরে হাতের নাগালের বাইরেই চলে যাচ্ছিল। এসময় ক্যাপ্টেন সৌম্যের হাতে বল তুলে দেন। অন্য প্রান্তে কেউ রানের চাকা আটকাতে না পারলেও সৌম্য ছিলেন সফল। ব্যক্তিগত পঞ্চম ওভারে এসে পেয়ে যান সাফল্য। কুশল পেরেরাকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি নিয়ে আসেন এ মিডিয়াম পেসার।
এর আগে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও দলের ত্রাতার ভূমিকায় ছিলেন সৌম্য। সে ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলারও ছিলেন তিনি।
বোলার সৌম্যের এমন পারফরম্যান্সে দলের বোলিং অপশন আরেকটু সমৃদ্ধ হওয়ায় খুশি হতেই পারেন টাইগারভক্তরা।