বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

অবসরের ঘোষণা দিলেন আমির

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১১ এএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার

সাদা বলের ক্রিকেটে অধিক মনোযোগ দেওয়ার কথা জানিয়ে লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তার মানে দাঁড়ালো তিনি আর টেস্ট ম্যাচ খেলতে চান না।

২৭ বছর বয়সী এ পেসার শুক্রবার বোর্ডের কাছে এ বিষয়ে লিখিত ভাবে বিবৃতি প্রদান করেন। 

টেস্ট থেকে অবসরের বিষয়ে আমির বলেন, ‘পাকিস্তানের হয়ে ক্রিকেটের সর্বোচ্চ ও ঐতিহ্যবাহী ফরম্যাটে প্রতিনিধিত্ব করা অত্যন্ত গর্বের ও সম্মানের বিষয়। তবে সাদা বলের ক্রিকেটে অধিক মনোযোগ দেওয়ার জন্য লঙ্গার ভার্সন থেকে আমি সরে আসার সিদ্ধান্ত নিচ্ছি। পাকিস্তানের হয়ে খেলা আমার আজন্ম লালিত স্বপ্ন। দলের ভবিষ্যত ও চ্যালেঞ্জের কথা মাথায় রেখে আমি আমার শারিরীক অবস্থা সঠিক রাখার চেষ্টা করবো। পরবর্তী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপও আমার পরিকল্পনায় রয়েছে।’

 

 

এছাড়া আমির তার বিবৃতিতে আরও বলেন, ‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই কারণ তারাই আমাকে খেলার সুযোগ দিয়েছে। আমি কোচদের নিকটও কৃতজ্ঞ, যারা আমাকে আরো ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছেন।’

উল্লেখ্য, ২০০৯ সালে শ্রীলংকার বিপক্ষে মোহাম্মদ আমিরের টেস্ট অভিষেক হয়। এরইমধ্যে ৩৬ টেস্ট খেলে ১১৯ উইকেট শিকার করেছেন তিনি।