শুরুর ধাক্কা সামলে এগোচ্ছে লংকানরা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৯ এএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি স্বাগতিক শ্রীলংকা-বাংলাদেশ। তামিম ইকবালের অধিনায়কত্বে প্রথম ম্যাচ খেলতে নামে টাইগাররা। অপরদিকে লংকান গ্রেট লাসিথ মালিঙ্গার বিদায়ী ম্যাচ হিসেবেও বিশেষত্ব পাচ্ছে দু’দলের এই লড়াই।
প্রথমে ব্যাট করতে নেমে দ্রুতই উইকেট হারালেও বেশ ভালোভাবে ম্যাচে ফিরেছে লংকানরা। একমাত্র উইকেট হিসেবে শফিউলের বলে সৌম্যের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ওপেনার আভিস্কা ফার্নান্দো।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লংকানদের সংগ্রহ ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৬ রান।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলংকা অধিনায়ক দিমুথ করুনারত্নে। দলের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন করুনারত্নে ও আভিষ্কা ফার্নান্দো। শুরু থেকে দেখে খেলার চেষ্টা করেন ২ ব্যাটসম্যান।
তবে টাইগারদের বেশিক্ষণ অপেক্ষা করাননি শেষ মুহূর্তে স্কোয়াডে আসা পেসার শফিউল ইসলাম। ব্যক্তিগত দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারেই সৌম্যের ক্যাচ বানিয়ে ফেরান আভিস্কাকে। সাত রান করেন তিনি।
এরপর কুশল পেরেরা ও করুনারত্নে মিলে শুরু করেন পালটা আক্রমণ। দুজনের সম্মিলিত আক্রমণে ব্যাকফুটে বাংলাদেশ। মাঝে শফিউলের বলে কুশল পেরেরাকে আউট দেন আম্পায়ার। তবে রিভিউয়ের কল্যাণে বেঁচে যান তিনি।
কুশল পেরেরা তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক। করুনারত্নেও এগোচ্ছেন সেই পথেই। দুজনে অপরাজিত আছেন যথাক্রমে ৫৪ ও ৩৬ রানে।
এখন পর্যন্ত ৪৬ বারের দেখায় শ্রীলংকা ৩৬ ম্যাচ জিতে বেশ এগিয়ে। ৭ ম্যাচ জিতেছে বাংলাদেশ, ৩টি ম্যাচে কোনো ফলাফল আসেনি।