বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   চৈত্র ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

ফিল্ডিং করবে বাংলাদেশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৮ এএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি স্বাগতিক শ্রীলংকা এবং বাংলাদেশ। তামিম ইকবালের অধিনায়কত্বে প্রথম ম্যাচ খেলতে নামছে টাইগাররা।

অপরদিকে লংকান গ্রেট লাসিথ মালিঙ্গার বিদায়ী ম্যাচ হিসেবেও বিশেষত্ব পাচ্ছে দু’দলের লড়াই। 

শুরুতেই টস পর্ব। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন শ্রীলংকা অধিনায়ক দিমুথ করুনারত্নে। 

মাসকয়েক আগে ইস্টার সানডেতে শ্রীলংকায় বোমা হামলার ফলে হুমকিতে পড়ে শ্রীলংকার ক্রিকেট ভবিষ্যৎ। দেশের বাইরে খেলতে অসুবিধা না থাকলেও নিজ দেশে ফের কবে আন্তর্জাতিক ক্রিকেট  আয়োজন করতে পারবে সেটি পড়ে গিয়েছিল শঙ্কায়। শুরুতে রাজি থাকার ব্যাপারে ইতস্তত থাকলেও শেষ পর্যন্ত লংকানদের মাঠে খেলতে রাজি হয় বাংলাদেশ। 

 

তবে শ্রীলংকা সফরের আগেরদিন সন্ধ্যাবেলায় হঠাৎ বিপত্তি বাঁধে। শেষ মূহুর্তে চোটের কারণে দল থেকে ছিটকে যান নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এবং মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া সাকিব আল হাসান ও লিটন দাসও না খেলায় নিয়মিত স্কোয়াডে এসেছে অনেক পরিবর্তন।

স্কোয়াডে তাদের বদলে সুযোগ পাওয়া তাসকিন, তাইজুল, বিজয়, শফিউল ও ফরহাদ রেজার প্রত্যেকেই সুযোগ কাজে লাগাতে চেষ্টা করবেন। 

অপরদিকে মালিঙ্গার কারণে লংকানদের কাছে ম্যাচটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ এ ম্যাচের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন এই গ্রেট ফাস্ট বোলার। তার বিদায় উপলক্ষে বিশেষভাবে সাজানো হয়েছে স্টেডিয়াম ও আশেপাশের এলাকা। শেষ ম্যাচে মালিঙ্গাকে জয় উপহার দিতে সর্বোচ্চ চেষ্টাই করবে শ্রীলংকা দল। 

এখন পর্যন্ত ৪৬ বারের দেখায় শ্রীলংকা ৩৬ ম্যাচ জিতে বেশ এগিয়ে। ৭ টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, ৩টি ম্যাচে কোন ফলাফল আসেনি। 

 

শ্রীলংকার সম্ভাব্য একাদশ:
দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, এঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয় ডি সিলভা, লাহিরু থিরিমান্নে, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও লাসিথ মালিঙ্গা। 

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: 
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।