বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   চৈত্র ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

ফুটবল র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৪ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

ফুটবলে সুদিনের আভাস, খুব একটা পরিবর্তন না হলেও ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ধীরে ধীরে উন্নতি হচ্ছে।  র‌্যাংকিংয়ে প্রতিবারই কিছুটা উন্নতি হয়েছে বাংলাদেশের ফুটবলের।

বাংলাদেশের র‌্যাংকিং এখন ১৮২। সর্বশেষ ঘোষিত র‌্যাংকিংয়ে বাংলাদেশ এগিয়েছে এক ধাপ। গত ১৪ জুন ঘোষিত র‌্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১৮৩ নম্বরে। গত ৬ মাসে ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের ক্রম উন্নতি ১০ ধাপ।

এদিকে ভারত পিছিয়েছে দুই ধাপ। দেশটি দুই ধাপ পিছিয়ে এখন ১০৩ নম্বরে। এ অঞ্চলের বেশিরভাগ দেশই পিছিয়েছে। আফগানিস্তান ১৪৯, মালদ্বীপ এক ধাপ পিছিয়ে ১৫২ নম্বরে, নেপাল ১৬৬, ভুটান ১৮৬, শ্রীলংকা ২০০ এবং পাকিস্তান আছে ২০৪ নম্বরে।

 

এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে ইরান থাকলেও ফিফা র‌্যাংকিংয়ে তারা ২০ থেকে নেমেছে ২৩ নম্বরে। এশিয়ায় ২ নম্বরে জাপান এবং তিনে দক্ষিণ কোরিয়া। এশিয়া চ্যাম্পিয়ন কাতারের অবনতি হয়েছে ৭ ধাপ। ফিফা র‌্যাংকিয়ে ৫৫ নম্বর থেকে তারা এখন ৬২ নম্বরে।

২০৪ দেশের মধ্যে যথারীতি শীর্ষে বেলজিয়াম। তবে ফ্রান্সকে দুই নম্বর থেকে সরিয়ে জায়গা করে নিয়েছে সদ্য কোপা জেতা ব্রাজিল। ফ্রান্স আছে ৩ নম্বরে।

এক নজরে সাত দেশের র‌্যাংকিং :

ভারত- ১০৩

মালদ্বীপ- ১৫২

নেপাল- ১৬৬

বাংলাদেশ- ১৮২ 

ভুটান- ১৮৬

শ্রীলংকা- ২০০ 

পাকিস্তান- ২০৪