বুধবার   ১৩ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৯ ১৪৩২   ১৮ সফর ১৪৪৭

রাগে শিশুকে আছড়ে ফেলে মারামারি করলেন মা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২২ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

সড়কে তিন মাস বয়সী শিশুকে কোলে নিয়ে এক নারীর সঙ্গে মারামারিতে জড়ান এক মা। সে সময় শিশুটিকে কোল থেকে ফেলে দেন। সেদিকে অবশ্য তার ভ্রুক্ষেপই নেই! পরে পাশ থেকে অপর এক নারী শিশুটিকে কোলে নেয়। শিশুটি পরে মারা যায়।

শুক্রবার যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি বিউটি স্টোরের পার্কিংলটের সামনে এমন মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় কারেন লাসহুন হ্যারিসন নামে ওই মা’র বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। খবর ইয়াহু নিউজ।

এদিকে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, দুই নারী সড়কে তর্কাতর্কিতে জড়ান। এরপরই এক নারী হাতে থাকা শপিং ব্যাগটি অপর নারীর মুখে ছুড়ে মারেন। এ সময় কোলে সন্তান থাকা অপর নারী শিশুটিকে ফেলে দিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন।

 

মারামারির সময় গাড়ি থেকে একজন পুরুষ নেমে দুই নারীকে থামানোর চেষ্টা করেন। এ সময় অন্য পথচারীরাও এগিয়ে আসেন। 

পুলিশ বলছে, ওই মা ফুটপাতে ঝগড়াঝাটি করা অবস্থায় তিন মাস বয়সী পুত্র সন্তানকে ফেলে দেন। এতে শিশুটি মাথায় গুরুতর আঘাত পায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে শিশুটি মারা যায়।