বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   চৈত্র ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

শ্রীলংকার বিপক্ষে আজ বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৬ এএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নামবে টাইগাররা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এদিকে হজ পালন করার জন্য এবার লংকানদের বিপক্ষে সিরিজে দলে থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন টপ অর্ডার উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। তাই খেলা হচ্ছে না তারও। 

আর দল নিয়ে দেশ ছাড়ার আগের দিন অনুশীলনে চোট পেয়ে শ্রীলংকা সফর থেকে ছিটকে গেছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তিন সপ্তাহের বিশ্রামে থাকায় এই সিরিজে পেস অলরাউন্ডার সাইফউদ্দিনকেও পাচ্ছে না টাইগার শিবির।

 

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।