বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   চৈত্র ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

কপাল পুড়বে নান্নু-হাবিবুল বাশারের?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার

চলমান শ্রীলংকা সফরে মিনহাজুল আবেদীন নান্নুর দলের সঙ্গে যাওয়ার কথা ছিল। তবে সোমবার বিসিবি নিশ্চিত করেছে সফর চলাকালে পারফর্ম্যান্স পর্যালোচনার জন্য তাকে পাঠানো হচ্ছে না। তবে গুঞ্জন রয়েছে বিসিবির নির্বাচক প্যানেলের দুই সদস্য নান্নু ও হাবিবুর বাশার সুমনকে সামনে নাও রাখা হতে পারে। এই দুজনের মধ্যে নান্নু রয়েছেন প্রধান নির্বাচক হিসেবে।

এই দুজনের সঙ্গে চলতি বছর জুন পর্যন্ত বিসিবির চুক্তি ছিল। সেই চুক্তি আর বাড়ানো হচ্ছে না বলে বিসিবি সূত্রে জানিয়েছে ক্রিকবাজ। 

আগামী ২৭ জুলাই বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। মূলত আফগানিস্তানের সঙ্গে ‘এ’ দলের ব্যর্থতার পরই নির্বাচকদের কাজের বিষয়ে পর্যালোচনা হচ্ছে।

 

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি মনে করেন ‘এ’ দলের পারফর্ম্যান্সে সামগ্রিক অবস্থার প্রতিফলন ঘটেনি। কারণ একই সময়ে ভারতে বিসিবি একাদশে কয়েকজন ভালো ক্রিকেটার চলে যান। যে কারণে ‘এ’ দলটা পরিপূর্ণ শক্তির ছিল না। তবে তিনি মনে করেন তাকে রাখা হবে কি না, সেটা একান্তই বোর্ডের সিদ্ধান্ত।