ফাইনাল নিয়ে মিশ্র অনুভূতি গাপটিলের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১৬ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার

প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-নিউজিল্যান্ড। একদলের হাতে শিরোপা উঠবে, অন্য দলের স্বপ্ন ভাঙ্গবে- এটাই তো হওয়ার ছিল। কিন্তু কে ভেবেছিল ফাইনালের মঞ্চ এত নাটক জমিয়ে রাখবে!
এভাবে পরাজয় মেনে নেয়া কিউইদের জন্য বেশ কঠিনই ছিল। স্বাভাবিকভাবেই ফাইনাল ভুলতে পারছেন না মার্টিন গাপটিল। তবে তিনি জানিয়েছেন ফাইনালের দিনটি তার জন্য ভালো-মন্দের মিশ্র অনুভুতির।
ফাইনালে গাপটিলের ওভার থ্রো থেকে ছয় রান পেয়েছিল ইংল্যান্ড। যা নিয়ে বিতর্ক কম হয়নি। অনেকেই বলেছে, ওভার থ্রো তে পাঁচ রান দেয়া উচিত ছিল। কারণ দ্বিতীয় রান সম্পূর্ণ করেননি স্টোকস। বল তার ব্যাটে লেগে বাউন্ডারিতে চলে যায়। এরপর সুপার ওভারে গাপটিল ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু দলকে জেতাতে পারেননি।
গাপটিল বলেন, ‘লর্ডসে একটা দুরন্ত ফাইনাল হয়েছে। আমার মনে হয় ক্রিকেট জীবনের সেরা ও খারাপ দিন ছিল আমার। আবেগ থাকবেই। তবে সতীর্থদের সঙ্গে ফাইনাল খেলার মজাই আলাদা। আমাদের সমর্থন করার জন্য ভক্তদের ধন্যবাদ। অসাধারণ অনুভূতি ছিল।’