বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   চৈত্র ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

নিজের ভবিষ্যত জানেন না হাতুরুসিংহে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার

বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেনি শ্রীলংকা। প্রথম রাউন্ডে ভরাডুবি নিয়েই তাদের ফিরে আসতে হয়। ব্যাপক ভরাডুবির পর গুঞ্জন উঠেছে শ্রীলংকার প্রধান কোচের পদ থেকে বাদ পড়ছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে হাতুরু জানিয়েছেন তিনি জানেন না, লংকায় তার ভবিষ্যত কি!

বিশ্বকাপের পরপরই শুরু হয়েছে শ্রীলংকা-বাংলাদেশ সিরিজ। আগামী ২৬ জুলাই প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। বাকি দুই ম্যাচ ২৮ ও ৩১ জুলাই। শোনা যাচ্ছে এই সিরিজেই কেবলমাত্র কোচের দায়িত্বে থাকবেন সাবেক বাংলাদেশী কোচ হাতুরু।

গতকাল মঙ্গলবার একটি প্রস্তুতি ম্যাচে শ্রীলংকা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচের আগে নিজের ভবিষ্যত নিয়ে সরাসরি হাথুরুর কাছেই প্রশ্ন করা হয়, এটি কি আপনার শেষ সিরিজ? জবাবে ৫০ বছর বয়সী এই কোচ হেসে বলেন, ‘আমি আসলে কিছু জানি না। কেউ আমাকে এই বিষয়ে কিছু বলেনি।’