বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   চৈত্র ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

আর্সেনালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের টাইব্রেকারে জয়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১২ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার

প্রি-সিজন খুব একটা ভালোভাবে শুরু করতে পারেনি স্প্যানিশ দল রিয়াল মাদ্রিদ। প্রথম ম্যাচে তাদের হেরে যেতে হয় বায়ার্ন মিউনিখের কাছে। এবার ইন্টারন্যাশনাল ট্রফির দ্বিতীয় ম্যাচে আর্সেনালের বিপক্ষে টাইব্রেকারে কষ্টার্জিত জয় পায় রিয়াল।

এ ম্যাচে রিয়াল সমর্থকরা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে। কারণ দারুণভাবে কামব্যাক করেছে রিয়াল মাদ্রিদ। ২-০ গোলে পিছিয়ে থাকার পর ২-২ সমতায় আসা ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছে। 

ম্যাচে শুরুতেই নাভাসের ভুলে পেনাল্টি পায় গানারনা। নাচোর হাতে লাগায় সরাসরি লাল কার্ড দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করেন লেকা। ১০ জনের রিয়াল কে ২ গোলে পিছিয়ে দেয় আউবার গোল। গোলকিপারদের ছোট ছোট ভুল গুলাই বড় সমস্যা সৃষ্টি করে। 

 

অবশেষে দ্বিতীয়ার্ধে বেলের গোলে ২- ১ এবং অ্যাসেন্সিও’র গোলে ২-২ সমতায় ফেরে রিয়াল। খেলার নির্ধারিত সময় শেষ হয় সমতায়। 

শেষ পর্যন্ত খেলা গড়ায় ট্রাইব্রেকারে। যেখানে ৩-২ গোলের জয় পায় রিয়াল।