বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   চৈত্র ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

অল্পের জন্য রক্ষা পেলেন মেসি!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার

ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির গ্যারি মেডেলের সঙ্গে ধাক্কাধাক্কির জেরে লাল কার্ড পান আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এ ঘটনার পর আয়োজক ব্রাজিল এবং ম্যাচ রেফারিদের ‘দুর্নীতিপরায়ণ’ হিসেবে অভিযুক্ত করেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই সঙ্গে ল্যাটিন আমেরিকার ফুটবল কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেন তিনি। এরপরই আলোচনা হয় শাস্তি পেতে যাচ্ছেন মেসি। শেষ পর্যন্ত মেসির এক ম্যাচের নিষেধাজ্ঞা ও ১৫’শ ডলার জরিমানা করা হয়েছে।

৩২ বছর বয়সী মেসির দুই বছরের নিষেধাজ্ঞা দেয়া হতে পারে বলে গুজব চলছিল জোরেসোরে। এতে বার্সেলোনা তারকার আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষ হওয়ার পথে ছিল। ভক্তরাও পড়েছিলেন মহাদুঃশ্চিন্তায়। শেষমেষ এ যাত্রায় অল্পের উপর দিয়েই গেল মেসির। শাস্তি হিসেবে মাত্র ১৫’শ ডলার জরিমানা ও এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

দক্ষিণ আমেরিকা ফুটবল কর্তৃপক্ষ (কনমেবল) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে মেসি ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে অংশ নিতে পারবেন না।