বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   চৈত্র ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

হঠাৎ ডাক পেলেন শফিউল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সব আনুষ্ঠানিকতা প্রায় শেষ। আর এর মধ্যেই হঠাৎ বাংলাদেশ দলে ডাক পেয়েছেন পেসার শফিউল ইসলাম। বুধবার দলের সঙ্গে যোগ দেবেন ২৯ বছর বয়সী ডানহাতি এ পেসার।

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শফিউলকে দলে নেয়ার বিষয়টি জানায়।

শফিউল সর্বশেষ ওয়ানডে খেলে ছিলেন ২০১৬ সালের অক্টোবরে। পরে দলে বেশ কয়েবার ডাক পেয়েছেন ঠিকই, কিন্তু খেলতে পারেননি।

 

এদিকে বিশ্বকাপের পর শ্রীলংকায় প্রথম কোনো সিরিজ খেলতে নামছে বাংলাদেশ জাতীয় দল। আগামী শুক্রবার কলম্বোয় শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে লাল-সবুজের দল দারুণ জয় পেয়েছে। শ্রীলংকান বোর্ড প্রেসিডেন্ট একাদশকে পাঁচ উইকেটে হারিয়েছে তারা।