বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   চৈত্র ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

ইমরান খানকে যে উপহার দিলেন মার্কিন প্রেসিডেন্ট

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার

বিশ্বকাপ জয়ী অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র সফরে গেলেন ইমরান খান। প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়ার পাশাপাশি চমকে দেয়ার মতো উপহারও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ককে ব্যাট উপহার দিলেন ট্রাম্প। শুধু তাই নয়, ওই ব্যাটের সঙ্গে সাবেক এক মার্কিন প্রেসিডেন্টের ছবিও উপহার দিয়েছেন তিনি।

মঙ্গলবার হোয়াইট হাউসে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানকে এই উপহার দেন ট্রাম্প। এ সময় ট্রাম্প পাকিস্তানের সাবেক এই অধিনায়ক সম্পর্কে বলেন, ‘খুবই জনপ্রিয়, অসাধারণ অ্যাথলেট ও পাকিস্তানের অন্যতম সেরা প্রেসিডেন্ট।’

 

ট্রাম্পের উপহারের ছবি এরইমধ্যে ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফের টুইট পেজেও পোস্ট দেয়া হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, ক্রিকেট ব্যাটের সঙ্গে ইমরান খানকে কেন আইজেনহাওয়ারের ছবি উপহার দিয়েছেন ট্রাম্প?

১৯৫৩ থেকে ১৯৬১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন আইজেনহাওয়ার। দেশটির ইতিহাসে আইজেনহাওয়ারই একমাত্র প্রেসিডেন্ট যিনি পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ দেখেছেন। ১৯৫৬ সালে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ দেখেছিলেন এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট।