‘নেইমারকে বার্সেলোনায় ফিরিয়ে আনা কঠিন হবে’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫১ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার

নেইমারকে নিয়ে কম জল ঘোলা হয়নি। প্যারিসেই থাকবেন নাকি স্পেনে আবার ফিরবেন বা থিতু হবেন অন্য কোথাও- এমন গুঞ্জন নিয়ে সংবাদ মাধ্যমকর্মীদের দিস্তা দিস্তা কাগজ খরচ হলেও এখনো এই বিষয়ের সুরাহা হয়নি।
এরই মধ্যে সদ্য বার্সেলোনার পাকাপাকি সদস্য হওয়া অ্যান্তোনিও গ্রিজম্যান জানিয়েছেন নেইমারকে বার্সেলোনায় ফিরিয়ে আনা খুব একটা সহজ হবে না।
মাত্রই পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানিয়েছেন, তেমন ভালো অফার পাননি নেইমারের জন্য। প্যারিসেই ব্রাজিলিয়ান তারকার থেকে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
নেইমারের ব্যাপারে অ্যান্তোনিও গ্রিজম্যান বলেন, আমাদের অবশ্যই এ ব্যাপারটিকে আগে গুরুত্ব দেয়া উচিত। কারণ এটা বেশ কঠিন একটা ব্যাপার। সে যদিও এখন ইনজুরিতে, কিন্তু সে দারুণ একজন খেলোয়াড়। অবশ্য এছাড়াও আমাদের ডেম্বেলে, কৌতিনহো, ম্যালকমের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে। আশা করছি তাদের সঙ্গে নিয়ে আমরা দারুণ কিছু করব।