বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   চৈত্র ৩১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৮৩ রান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার

মূল সিরিজ মাঠে গড়ানোর আগে শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। বল হাতে প্রস্তুতির শুরুটা দুর্দান্ত হয়েছিল টাইগারদের। অবশ্য ঘুরে দাঁড়িয়ে দারুণ সংগ্রহ করেছে লংকানরা। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরকার্ডে তারা তুলেছে ২৮২ রান। ২৮৩ রানের লক্ষ্যে খেলতে নামবে বাংলাদেশ।

কলম্বোর পি সারা ওভালে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় লংকানরা। ফলে প্রথমে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই অধিনায়ক নিরোশান ডিকভেলাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রুবেল হোসেন। দ্বিতীয় উইকেটে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আভাস দেন দানুশকা গুনাথিলাকা ও ওশাদা ফার্নান্দো। তবে বাদ সাধেন এ পেসার। মোসাদ্দেক হোসেনের ক্যাচ বানিয়ে ওশাদাকে প্যাভিলিয়নে পাঠান রুবেল।

খানিক পরই ইতিবাচক শুরু করা গুনাথিলাকাকে বিদায় করে দেন তাসকিন আহমেদ। সেই মোসাদ্দেকেরই তালুবন্দি করেন তিনি। আউট হওয়ার আগে ৫ চারে ২৬ রান করেন গুনাথিলাকা। মাত্র ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা।

 

সেখান থেকে দলকে কক্ষে ফেরানোর লক্ষ্যে জুটি বাঁধেন ভানুকা রাজাপাকশে ও শেহান জয়সুরিয়া। তাদের ৮২ রানের জোটে বড় সংগ্রহের ভিত পায় শ্রীলংকা। তবে এ দুজন ফিরতেই আবার পথ হারায় তারা। দলীয় ১১৪ রানে রাজাপাকশেকে সাব্বির রহমানের তালুবন্দি করেন সৌম্য সরকার। ফেরার আগে ৪ চারে ৩২ রান করেন তিনি। পরক্ষণেই লংকান শিবিরে ছোবল মারেন মুস্তাফিজুর রহমান। অ্যাঞ্জেলো পেরেরাকে আউট করেন তিনি।

বিপজ্জনক হয়ে ওঠার আগেই জয়সুরিয়াকে ফিরিয়ে দেন সৌম্য। বিপর্যয়ে পড়া শ্রীলংকাকে টেনে তোলেন দাসুন শানাকা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪৯ রানের জুটি গড়ে মাঝের ধাক্কা সামাল দেন তারা। দলীয় ১৯৫ রানে ব্যক্তিগত ৩২ রান করে হাসারাঙ্গা প্যাভিলিয়নের পথ ধরেন। অবশ্য তারপরে শানাকার অপরাজিত ৮৬ রানে ভর করে লড়াকু সংগ্রহ পায় লংকানরা। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ২৮২ রানে।

রুবেল ও সৌম্য নেন দুটি করে উইকেট, অপরদিকে তাসকিন ও মুস্তাফিজ  নেন একটি করে উইকেট।