জিম্বাবুয়ের ঘটনা পাকিস্তানের জন্য ‘ওয়েক আপ কল’!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:২২ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার

জিম্বাবুয়ের মতো একই পরিণতি পাকিস্তানের হতে পারে বলে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন আশংকা প্রকাশ করেছে। এক সময়ের প্রভাবশালী জিম্বাবুয়ের প্রতি আইসিসি যেভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তেমনটাই ঘটতে পারে পাকিস্তানের ভাগ্যেও। তাদের প্রতিবেদনের শিরোনাম, জিম্বাবুয়েকে আইসিসির নিষেধাজ্ঞা পাকিস্তানের কাছে ‘ওয়েক আপ কল’!
সরকারের হস্তক্ষেপ ও দুর্নীতির অভিযোগে কয়েক দিন আগে জিম্বাবুয়েকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করেছে আইসিসি। জিম্বাবুয়ের মতো পাকিস্তানের ক্রিকেট বোর্ডে (পিসিবি) সরাসরি সরকারি হস্তক্ষেপ রয়েছে। অতীতের ন্যায় এখন পিসিবিতে প্রভাব খাটান দেশটির প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। সদ্য পাক ক্রিকেটকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন তিনি। এরপর এ শংকা আরো প্রবল হয়েছে।
পাকিস্তানে সরকারপ্রধানের জন্য পিসিবিতে নির্দিষ্ট পদ সংরক্ষিত আছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী চাইলেই নিয়মনীতি পরিবর্তনে সরাসরি হাত দিতে পারবেন। এমনকি প্রেসিডেন্টকেও সরিয়ে দেয়ার ক্ষমতা রয়েছে তার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সংবিধানের ৪৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সরকার ইচ্ছেমতো বোর্ডের নিয়মনীতিতে পরিবর্তন আনতে পারবেন, যা বিপাকে ফেলতে পারে দেশটির ক্রিকেটকে। এসব নিয়মের ক্ষেত্রেই আপত্তি জানাতে পারে আইসিসি।