বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

স্বাস্থ্য পর্যবেক্ষণ করবে নেইল সেন্সর!

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৫৩ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

মানব স্বাস্থ্য এবং রোগের অগ্রগতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ সম্ভব হবে এমন এক ‘নেইল সেন্সর’  তৈরি করেছে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট আইবিএম। সেন্সরটি কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং ব্যবহার করে।

আইবিএম’র থমাস জে ওয়াটসন রিসার্চ সেন্টারের কাটসুয়ুকি সাকুমা বলেন, এই 'ফিঙ্গার নেইল' সেন্সর খুব সূচারুভাবে কাজ করে যা খালি চোখে দেখা যাবে না।

জানা গেছে, আইবিএম’র গবেষকরা এই প্রথম নেইল সেন্সর’র প্রোটোটাইপ তৈরি করেছে যেটি হাতের আঙুলে ব্যবহার করলে সহজেই অসুস্থ ব্যক্তির শরীরের অবস্থা সম্পর্কে জানা যাবে। পরিধানযোগ্য ডিভাইসটি হাতে পরা অবস্থায় আপনার সব কিছুই মনিটর করতে সক্ষম।

এটিতে স্কিন বেজড সেন্সর’ থাকায় তা শরীরের পেশীর স্বাস্থ্য, নার্ভের অবস্থাও জানাতে সক্ষম। সেন্সরটিতে নতুন একটি সিস্টেম ব্যবহার করা হয়েছে। যা দিয়ে সিগন্যালের মাধ্যমে শরীরের প্রেশার, তাপমাত্রাসহ অনেক কিছু সম্পর্কে জানা যাবে। সুত্র: হিন্দুস্তান টাইমস