বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫   শ্রাবণ ৩০ ১৪৩২   ১৯ সফর ১৪৪৭

দাওয়াত ছাড়াই বিয়ে বাড়িতে ঢুকে গেলেন ট্রাম্প!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার

বিয়ে বাড়িতে যেতে কার না ভালো লাগে। তাই বলে বিনা আমন্ত্রণে আচমকা নিশ্চয় কোনো বিয়ে বাড়িতে ঢুকে পড়বেন না! কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারেও বাকিদের চেয়ে আলাদা। তিনি যে বিয়ে বাড়ি যেতে পছন্দ করেন, তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি। 

নিউ জার্সিতে বেডমিনস্টারে গলফ ক্লাবে ঘটনাটি ঘটে। সেখানে একটি বিয়ে বাড়ি চলছিল। পার্টিতে তিনি আমন্ত্রিত না হলেও হঠাৎই বিয়ে বাড়িতে ঢুকে পড়েন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে দেখে স্বভাবতই চমকে ওঠেন বিয়ে বাড়িতে উপস্থিত সব অতিথিরা। নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ট্রাম্প বলেন, “আমি বিয়ের অনুষ্ঠান পছন্দ করি।”